তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেওয়ার উদ্যোগ

২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ AM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। এরপর তাকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফের নিরাপত্তা দেওয়ার বিষয়ে চিন্তা করছে সরকার। তবে এ বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আজ সোমবার (২২ ডিসেম্বর) সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এভারকেয়ার হাসপাতালে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার। এ ঘোষণার প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খালেদা জিয়ার নিরাপত্তায়ও এসএসএফ মোতায়েন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ১৭ বছর পর দেশে ফিরছেন। সূত্র জানিয়েছেন, তাকেও ভিভিআইপি ঘোষণা করা হতে পারে। এরপর তাকে এসএসএফের নিরাপত্তা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

একটি গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইউনিটকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে ভিভিআইপি প্রটোকল দেওয়ার চিন্তা করছে সরকার। তার প্রটোকলে এসএসএফ নিয়োজিত থাকার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরও কাজ করছে। তিনি নিরাপত্তায় এসএসএফ সুবিধাও পাবেন।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ ফ্লাইটেই তারেক রহমানসহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন বলে জানা গেছে। তারেক রহমানকে বহনকারী এই ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন- জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া।

বিমান সূত্রে জানা গেছে, গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে।

আরও পড়ুন: বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সাবেক দুই নেতা

এর আগে গত ২ মে একই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক এবং মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।

এভারকেয়ার হাসপাতালে শারীরিকভাবে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য নির্দেশনা দিয়েছিল অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ সে সময় বলেন, ‘বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

ভিভিআইপি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত ঘোষণার পর প্রশ্ন ওঠে, খালেদা জিয়ার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরলে এসএসএফ’র নিরাপত্তা সুবিধা পাবেন কিনা। শেষ পর্যন্ত তাকেও একই ধরনে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9