গানম্যানের প্রস্তাবে ‘না’

সিদ্ধান্ত নিয়েছি, সরকারের কাছ থেকে কোনো নিরাপত্তা নেব না: মাহমুদুর রহমান

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান  © সংগৃহীত ও সম্পাদিত

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিআইপি প্রটোকলে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।  আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। প্রস্তাবের জবাবে মাহমুদুর রহমান বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে আমি কোনো নিরাপত্তা নেব না।’

আমার দেশ সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান উপমহাপরিদর্শক মো. গোলাম রসুল তাকে এই প্রস্তাব দিয়েছিলেন। সেদিন নিরাপত্তা দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে এসবি প্রধান মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেন।

পরে আজ শুক্রবার এসবি প্রধানের অধীনস্ত একজন কর্মকর্তা মাহমুদুর রহমানকে বলেন, ‘আমাদের এসবি প্রধান মহোদয়ের সাথে আপনার কথা হয়েছে। স্যারের নির্দেশনা হলো দ্রুত ভিআইপি মহোদয়দের নিকট গানম্যান প্রেরণ করা। যদি সম্মতি দিতেন স্যার তাহলে দ্রুত সময়ে আপনার ঠিকানায় আমরা গানম্যান প্রেরণ করতে পারতাম।’

সবিনয়ে এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে এসবি প্রধানকে ধন্যবাদ জানিয়ে মাহমুদুর রহমান বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে আমি কোনো নিরাপত্তা নেব না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!