সেভেন সিস্টার্স নিয়ে বাবরের নামে ডাকসু নেতার স্লোগান, বললেন— ‘অনাকাঙ্ক্ষিত’

১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ PM
লুৎফুজ্জামান বাবর ও স্লোগানরত মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (ইনসেটে)

লুৎফুজ্জামান বাবর ও স্লোগানরত মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (ইনসেটে) © সংগৃহীত ও সম্পাদিত

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেছেন, দেশপ্রেম প্রশংসনীয় হলেও তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এই কথা বলেছেন বাবর। এর আগে গতকাল বুধবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাবরের নামে স্লোগান দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ওই সময় তাকে ‘বাবরের পথ ধর, সেভেন সিস্টার্স স্বাধীন কর’— এমন স্লোগান দিতে দেখা যায়।

এ প্রসঙ্গে লুৎফুজ্জামান বাবর লিখেছেন, গত ১৭ ডিসেম্বর কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন— এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।

তিনি আরও লিখেছেন, বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে।

শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬