বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ PM
দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকালের দিকে তারেক রহমানের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, অভ্যর্থনা কমিটিতে বিএনপির ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবেরা সদস্য হিসেবে থাকবেন।
জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার কর্মপরিকল্পনা নিয়ে সদস্যরা আলোচনা করেন।
আরও পড়ুন: শূন্য পদের সঠিকতা যাচাই শেষ হয়নি, ৭ম গণবিজ্ঞপ্তি কবে?
সূত্র জানায়, বিমানবন্দর থেকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাদের নেতা তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। বিমানবন্দর থেকে তারেক রহমান সোজা এভারকেয়ার হাসপাতালে যাবেন। যেখানে তার মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
বিএনপি সূত্র জানায়, ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাসার কাছেই মায়ের ভাড়া বাসা ‘ফিরোজা’। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ প্রায় দিুই দশক ধরে এই বাসাতেই বসবাস করে আসছেন।
এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা ‘চেম্বার’ কক্ষ প্রস্তুত করা হয়েছে।