গাজীপুর-২
প্রার্থী পুনর্বিবেচনা না করলে বিএনপির প্রার্থী হারার সম্ভাবনা রয়েছে: সালাউদ্দিন সরকার
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ PM
গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি মাঠ থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব মো. সালাহ্ উদ্দিন সরকার। মিছিল শুরুর আগে সফি উদ্দিন সরকার একাডেমি মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর–২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতা কর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে—মনোনয়নও সেদিকেই যেতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এবং মনোনয়ন পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলার হুশিয়ারী দেন।
এসময় সালাউদ্দিন সরকার বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। গাজীপুর–২ আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরো বলেন, গাজীপুর-২ বিএনপির প্রার্থী পুনর্বিবেচনা না করলে বিএনপির প্রার্থী হারার সম্ভাবনা রয়েছে।
হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন ভাটের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, সরকার শাহনূর ইসলাম রনি।
এসময় উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, রাজু আহম্মেদ শাহিন, টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শেখ মো. আলেক, জসিম উদ্দিন দেওয়ান, মো. শফি উদ্দিন খান, মো. ইসমাইল সিকদার বসু, মো. শ্রমিক সরকার, মো. নবীন হোসেন, আলী মাহমুদ টুটুল প্রমুখ।
দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলে বিএনপির গাজীপুর–২ নির্বাচনী এলাকার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। এবং তারা গাজীপুর -২ এর ভৌগোলিক দিকের কথা বিবেচনা করে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।