বিজয় দিবসে টেকনাফে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
বিজয় দিবসে টেকনাফে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি

বিজয় দিবসে টেকনাফে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় টেকনাফ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

বিজয় দিবসের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। জাতীয় ও দলীয় পতাকা বহন করে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে টেকনাফ মহাসড়ক।

র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

তিনি আরও বলেন, জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিজয় দিবস উপলক্ষ্যে এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল করেছে। তিনি বলেন, উখিয়া-টেকনাফের ত্যাগী ও মজলুম জননেতা আবদুল্লাহকে ধানের শীষ প্রতীক দিয়ে জনগণের কাছে পাঠালে বিপুল ভোটে জয়ী করে নেতৃত্বকে উপহার দেওয়া হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শ এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম করে এসেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে নতুন আশা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে বিএনপি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বিজয় দিবসের এই দিনে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বিজয়ের চেতনা। এ লক্ষ্যে বিএনপি সবসময় মানবিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ: বিএনপি
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9