আল-বদর নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশের লোকজন: বিএনপি নেতা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ PM
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে ‘আল-বদর’ ও ‘আল-শামস’ জড়িত ছিল না; বরং পার্শ্ববর্তী দেশের লোকেরাই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
টিপু বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হলেও তা সঠিক ইতিহাস নয়। তিনি ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে বলেন, যখন আপনাদের দোষারোপ করে ইতিহাস লেখা হয়, তখন আপনারা কেন বর্তমান সরকারের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার দাবি জানান না?
তিনি আরও বলেন, ১৪ ডিসেম্বর কোনো আল-বদর বা আল-শামস আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেনি। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চেয়েছিল, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পার্শ্ববর্তী কোনো এক দেশের লোকেরা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের যুদ্ধকে টার্গেট করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
বক্তব্যে তিনি জহির রায়হান, শহীদুল্লাহ কায়সারসহ নিহত বুদ্ধিজীবীদের প্রসঙ্গ তুলে বলেন, তারা বেঁচে থাকলে দেশ অনেক আগেই স্বাধীন হতো।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বামপন্থি সংগঠন ও সাংবাদিকরা ইসলামিক দলগুলোকে এখনো বুদ্ধিজীবী হত্যাকারী হিসেবে চিহ্নিত করছে। কেন আপনারা ইতিহাস সংশোধনের দাবি জানান না?
এ সময় জামায়াতের মহানগর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, আগামী সরকারের কাছে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার দাবি জানাই।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।