হাদির ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় বিএনপির বিক্ষোভ
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ PM
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পিএবি সড়ক থেকে শুরু হওয়া এ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিল চলাকালে হামলা ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন করতে পরিকল্পিতভাবে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটানো হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি। তারা শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্ল্যাহর ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
বক্তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলা এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর ওপর গুলিবর্ষণের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানান নেতারা।
কর্মসূচি শেষে দ্রুত বিচার ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ করেন নেতা–কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনছুর উদ্দিন, এস এম ফারুক। আনোয়ারা উপজেলা বিএনপির এস এম মোজাম্মেল, মো. কাশেম, রফিক ডিলার, আবু সাদেক, ইউচুপ মাস্টার, মোস্তাক আহমেদ, আবু বক্কর, নুরুল হুদ্দা, মো. লোকমান, মো. লিয়াকত, লতফুর আলম টিটু, মো. ইদ্রিস, আকতারুজ্জান, আবু সালেহ, নুরুল ইসলাম, মামুন খান, মোজাম্মেল হক, ইউসুফ, মো. আলম, ইলিয়াস, ইউনুস, সৈয়দুল হক, এস্তেফাজ হোসেন, তারেক মেম্বার, আবুল মনসুর মেম্বার, এয়ার মোহাম্মদ, দিদার, করিম, আলী আহমদ। যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, আমিন, সোহেল, ওসমান শিকদার। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী ফোরকান, সদস্যসচিব সি. আতিকুর রহমান, মো. হাসান, শামসুল ইসলাম, দস্তগীর, মুসা ইসলাম, এরশাদ, ফোরকান, নাছির, সুমন, রুবেল, ইসমাইল, লোকমান, আলমগীর। কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক নিজাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মো. জসিম। শ্রমিক দল নেতা সেলিম, বাবুল হোসেন, কাসেম।
এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির; উপজেলা ছাত্রদল, মোফাচ্ছল হোসেন জুয়েন, হান্নান, সোহেল, রাশেদ, নুর মোহাম্মদ, রাশেদুল, রিয়াজ, মালেক, রিহাজ, শহিদ, ফাহিম, তৌহিদ, মানিক, আজগর, ফখরুদ্দিন, আসিফ, আবু বক্কর। আনোয়ারা কলেজ সভাপতি বোরহান উদ্দিন, শফিউল চৌধুরী; বটতলী কলেজ ছাত্রদল সভাপতি তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ; আরফাত, মাহিম, তারেক, জামশেদসহ অন্যান্যরা।