ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান: গোলাম মাওলা রনি

২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৬ PM
গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি © ফাইল ছবি

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালে আছেন।

আজ শনিবার (২৯শে নভেম্বর) সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এর কিছু সময় পরে অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান লিখেছেন, ‘সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোনো সন্তানের মতো আমারও আছে। কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।’

তারেক রহমান আরো লিখেছেন, ‘রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

এ প্রেক্ষিতে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। নিজের ফেসবুক আইডিতে আজ শনিবার দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান’।

পোস্টে তিনি লেখেন, ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই সময়ে তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে, তা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি বা তারেক রহমানের নেই! জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালেই স্বাভাবিকভাবে নেয়নি। 

তিনি আরো লেখেন, ‘বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে, তখন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান কী করছেন, তা নিয়ে দেশবাসীর মুখে খৈ ফুটছে! উল্লিখিত অবস্থায়, বিএনপির পদলোভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া-দরূদ পাঠ করছেন আর ভাবছেন, আল্লাহ না করুন, যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে, তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দবোমা কীভাবে সামলাবেন!’

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9