বাগেরহাটে তরুণদের মুখোমুখি এমপি প্রার্থিরা

১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৪ AM
বাগেরহাটে তরুণদের সঙ্গে সংলাপে যুক্ত হন এমপি প্রার্থিরা

বাগেরহাটে তরুণদের সঙ্গে সংলাপে যুক্ত হন এমপি প্রার্থিরা © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে তরুণদের মুখোমুখি হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীরা। তরুণদের ভাবনা, চাহিদা ও প্রত্যাশা নিয়ে আয়োজন করা হয় “তারুণ্যের স্বপ্ন, আমাদের ইশতেহার—আমাদের ভবিষ্যৎ” শীর্ষক সংলাপ।

সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এই সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধনের নির্বাহী পরিচালক এস. এম. মঞ্জুরুল হাসান মিলন।

সংলাপে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এম. এ. সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, এনসিপির প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

বাগেরহাট-২ আসন থেকে অংশ নেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী’র প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপির প্রার্থী মোল্লা রহমত উল্লাহ ও ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ জিল্লুর রহমান।

আরও পড়ুন: ভোটারদের পছন্দের তালিকায় কোন বিভাগে কোন দল এগিয়ে?

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী এই সংলাপে অংশ নেন। তারা স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাজনৈতিক নেতাদের উদ্দেশে তরুণবান্ধব ইশতেহার দেওয়ার আহ্বান জানান।

তরুণরা বলেন, বাগেরহাটের প্রধান সমস্যা লবণাক্ততা, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ, মাদক ও রাজনৈতিক কর্মীদের চাঁদাবাজি। এসব সমস্যা নিরসনে কার্যকর পরিকল্পনা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন, চিংড়ি শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্যনির্ভর পর্যটনের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান তৈরির আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

সংলাপে উপস্থিত রাজনৈতিক নেতারা তরুণদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, আগামী দিনে তরুণদের নেতৃত্বে বাগেরহাট হবে সম্ভাবনার জেলা। একই সঙ্গে রাজনৈতিক কর্মীদের দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতিও দেন তারা।

 

 

 

রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9