স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভূক্তের গেজেট প্রকাশ করার আহবান জামায়াত সেক্রেটারির

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ PM
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার © সংগৃহীত

অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তকরণের গেজেট প্রকাশ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিবৃতি প্রদান করেন তিনি। 

বিবৃতিতে তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত শিক্ষাধারাসমূহের একটি। এসকল মাদরাসা, মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, অবহেলিত ও নিগৃহীত। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দির্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু অতীতের কোনো সরকারই অদ্যাবধি তাদের দাবিগুলো পূরণ করেনি। ফলে ইবতেদায়ী মাদরাসা সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। 

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সমন্বয় করে তাদের সকল সুযোগ-সুবিধা ও অধিকার দিতে হবে। আমি মনে করি তাদের এ দাবি যৌক্তিক। কিন্তু সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলারা এবং ইসলাম বিরোধী একটি চিহ্নিত মহল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার দাবির বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছে। অথচ তথ্য সংগ্রহের জন্য কারিগরি ও মাদরাসা শিক্ষা মন্ত্রণালয় নিজ দায়িত্বে ইতোমধ্যে কখনো শিক্ষা মন্ত্রণালয়, কখনো মাদরাসা ও কারিগরি অধিদপ্তর, কখনো বেনবেইজ আবার কখনো মাদরাসা বোর্ড দিন-রাত পরিশ্রম করে একটি প্রস্তাবনা তৈরি করেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তকরণের উক্ত প্রস্তাবনা আজও স্বাক্ষরিত হয়নি। জাতি জানতে চায় কোন কারণে এবং কোন পরাশক্তির পরামর্শে সংশ্লিষ্টরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও ফাইলে স্বাক্ষর করছেন না।’

তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, ইতোমধ্যে ইবতেদায়ী মাদরাসার সকল শিক্ষক সংগঠন ‘হয় দাবির বাস্তবায়ন, না হয় মরণ’ এ মর্মে কর্মসূচি ঘোষণা করেছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের ঘোষিত কর্মসূচি দেশকে অস্থিতিশীল করতে পারে এবং পতিত ফ্যাসিস্টরা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার যথাশীর্ঘ উচিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তিকরণের ফাইলে স্বাক্ষর করে তা গেজেট আকারে প্রকাশ করা যাতে শিক্ষকদের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা এবং তাদের প্রতি বৈষম্যের অবসান ঘটে।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে হারল বাংলাদেশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংপুরে গণপিটুনিতে নিহত ২, এবি পার্টির উপজেলা নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9