তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন বাবর

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ PM
তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর

তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর © ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাবর বলেন, ‘ইনশাআল্লাহ, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। সবাই দোয়া করবেন।” এসময় তিনি নিজের মুক্তি প্রসঙ্গে বলেন, ‘সাড়ে ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে বের হতে পেরেছি—এ জন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।‘

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, ‘যেখানে তিনি, সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান ও মাহবুব সাহেব রয়েছেন। আরেকজনকে থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।’

বৈঠক প্রসঙ্গে বাবর বলেন, ‘কিছু বিষয় আমাদের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। সেগুলো নিয়ে আমরা আন্তরিকভাবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। আলোচনার মূল লক্ষ্য ছিল অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করা।’

উদ্বেগের প্রসঙ্গে তিনি জানান, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের পতিত সরকার সম্প্রতি বাংলাদেশের একটি শিল্পগোষ্ঠীর (এস আলম গ্রুপ) সঙ্গে বৈঠক করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচনকে ব্যাহত করা এবং সহিংসতা উস্কে দেওয়া। এটি আমাদের জন্য উদ্বেগের একটি বড় কারণ।’

তিনি আরও বলেন, দেশে অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি—এ বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি এএসআই নিয়োগ প্রসঙ্গেও কথা হয়েছে। তাঁর ভাষ্য, “সাধারণত কনস্টেবল, এসআই ও এএসপি নিয়োগ হয়ে থাকে। কিন্তু এবার সরাসরি এএসআই নিয়োগ হচ্ছে। এটি নিয়ে আমরা আমাদের মতামত জানিয়েছি, কারণ এতে কনস্টেবল বা এসআই পদে যোগদানকারীদের ভবিষ্যৎ প্রভাবিত হতে পারে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বাবর বলেন, ‘আমি মনে করি, তারা ভালো করার চেষ্টা করছেন।’

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “স্যারের (লুৎফুজ্জামান বাবর) সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আগে তাঁর অধীনে চাকরি করেছি। আজকে মূলত সৌজন্য সাক্ষাৎ হয়েছে। পারিবারিক ও নানা বিষয় নিয়ে কথা হয়েছে। মাঝেমধ্যে দু-একটি রাষ্ট্রীয় বিষয়ও উঠে এসেছে, তবে সেটি বড় কোনো আলোচনা নয়।”

বিকেল সোয়া ৪টার দিকে বাবর প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান …
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, …
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩ দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুলাই শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9