নির্বাচন বন্ধ হলে অস্থিতিশীলতা বাড়বে, সুযোগ নেবে আধিপত্যবাদী শক্তি: দুদু

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ AM
শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বন্ধ করার চেষ্টা চললে তা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করবে। আর সেই অস্থির পরিস্থিতির সুযোগ নেবে বিদেশি আধিপত্যবাদী শক্তি, যারা বাংলাদেশের কল্যাণ চায় না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘আমরা এক শ্বাসরুদ্ধকর সময় পার করছি। ১৯৭১ সালে যারা গণহত্যা চালিয়েছিল এবং ২০২৪ সালে আওয়ামী লীগ যেভাবে গণতন্ত্রকে দমন করেছে— এ দুটি ঘটনাকে যেন এক সুতোয় গাঁথার চেষ্টা হচ্ছে। এই অশুভ শক্তির এক অংশ প্রকাশ্যে, আরেক অংশ থেকে গেছে পর্দার আড়ালে।’

নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন নতুন বক্তব্য হাজির করা হচ্ছে যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে ব্যাহত করা যায়। তারা জানে, নির্বাচন হলে বিএনপি ভালো করবে— আর সেটা মেনে নিতে পারছে না বলেই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘আমরা বলি— আসুন, আপনাদের বক্তব্য, কর্মসূচি, পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করুন। পিআর ক্যাম্পেইন থাকলে তাও করুন। কিন্তু নির্বাচন ঠেকাতে দেব না। নির্বাচন বন্ধ করা মানে অস্থিতিশীলতা সৃষ্টি করা, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

বিএনপি নেতা আরো বলেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের কোনো পথ নেই। গত ১৬ বছর ধরে বিএনপি রাজপথে লড়াই করে আসছে, বহু নেতা-কর্মী জীবন দিয়েছেন। ছাত্ররাও শহীদ হয়েছেন। এই আন্দোলনের মূল কথা হচ্ছে— স্বৈরাচারের পতন এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আর সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচন অপরিহার্য।’

সরকারের অতীত নির্বাচনগুলোকে ভণ্ডামি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা তিনটি নির্বাচন করেছেন, কিন্তু একটি নির্বাচনও সঠিকভাবে হয়নি। এসব ছিল ভণ্ডামির নির্বাচন, জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার নির্বাচন।’

সম্মেলনে ডিম্যাবের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।

এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানসহ ৬ বিষয় নিয়ে এনটিআরসিএর সভা শুরু
  • ২১ জানুয়ারি ২০২৬
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে…
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলনকে শুভেচ্ছা জানালে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9