পাবনা-১

নিজামীপুত্রকে সুবিধা দিতে সীমানা নির্ধারণের অভিযোগ, মহাসড়ক অবরোধে বিএনপি

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  © সংগৃহীত

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। এ সময় মহাসড়কের উভয় পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে নিজামীপুত্র নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে দশটা থেকে বেড়ার সিএন্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১২টায় শেষ হয়ে অবরোধ কর্মসূচি। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ সময় অবরোধকারীরা বলেন, সম্পূর্ন অন্যায়ভাবে পাবনা-১ আসনের আসনকে ভাগ করা হয়েছে। শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে সুজানগর উপজেলার সাথে যুক্ত করে পাবনা-২ আসন করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। দাবি মানা না হলে আগামীতে আরো বৃহত্তর কর্মশক্তি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।

এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।


সর্বশেষ সংবাদ