এবার বিক্ষোভে নামছে ছাত্রশিবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
ডাকসু নির্বাচনে বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রেসক্লাব থেকে শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলটি দুপুর ২টায় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগের দিকে গমন করবে। বিক্ষোভের আয়োজন করছে ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর শাখা। ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ নির্বাচন এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
আরও পড়ুন: রংপুর মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্রদল নেতার গাঁজার আসর
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী ‘শিবির নেতা’ বলে অভিযোগ করেছে ছাত্রদল। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক যৌথ বিবৃতিতে এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিবৃতিতে নারীর সম্মান ধ্বংসে ছাত্রলীগ-ছাত্রদল মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন তারা।