তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম

১৩ আগস্ট ২০২৫, ০৩:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে হবে। বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সবসময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান তারুণ্যের শক্তি, যা গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশের তরুণদের মধ্যে রয়ে গেছে, সেটিকে কতটুকু কাজে লাগানো হবে, সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমরা যে প্রতিশ্রুতি দেশের তরুণদের ও জনগণের প্রতি দিয়েছি, ইনশাল্লাহ তা আমরা পূরণ করব।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সারাদেশে জাতীয় যুবশক্তির আলোড়ন তৈরি হয়েছে। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এটি প্রত্যক্ষ করেছি। প্রতিটি জেলায় যুবশক্তির সংগঠকরা আমাদের সহযোগিতা করেছেন এবং তরুণদের পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন।’

২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে যে সব আয়োজন করা হয়েছে, তা উল্লেখ করে নাহিদ বলেন, ‘সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে নিচ্ছে, তারা ভুল পথে। গত এক বছর আমরা ছাড় দিয়েছি, কিন্তু জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না। অভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে রয়েছে।’

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেছে। অনেক হিসাব-নিকাশ করেছি, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন আর ছাড় দেওয়া হবে না। জুলাই সনদের উদ্দেশ্য প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আবারও এক অন্য ১/১১ পরিস্থিতি তৈরি হবে। পরিবর্তনের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে এবং জুলাই সনদে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়। সুবিধা নেওয়ার জন্য দলে যে এসেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

নাহিদ বলেন, ‘নাগরিক পার্টি রাজপথ থেকে গড়ে ওঠা দল। সারাদেশে সংগঠিত হচ্ছে। তেমনি যুবশক্তিও রাজপথ থেকে গড়ে ওঠা দল। যুবশক্তি শুধু এনসিপির ভ্যানগার্ড নয়, দেশের ভ্যানগার্ড হবে। ক্ষমতার নির্ধারকরা যদি তরুণদের প্রতারিত করে, তাহলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।’

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9