যৌথবাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ থামানো হয়েছে। © সংগৃহীত
নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার নদী থেকে বালু উত্তোলনে যুবদল নেতা সোহেল রানাকে বাধা দিতে গিয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাধু সোহেল হামলার শিকার হন। এর জেরে আজ সোহেল ও গিয়াস উদ্দিনের অনুসারী-সমর্থকদের মধ্যে উপজেলা সদরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের বিষয়ে কথা বলার জন্য গিয়াস উদ্দিন ও সোহেলের মোবাইলে ফোন কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার বলেন, বালু উত্তোলন নিয়ে বিরোধ ও সংঘর্ষের বিষয়ে তিনি জানেন না।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌথ বাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ থামানো হয়েছে।