১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ

০৪ আগস্ট ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৫:৪৭ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে’। তবে কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলমের এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। তারা বলছেন, দায়িত্বশীল জায়গায় থেকে এমন স্ট্যাটাস কাম্য নয়। এ ধরনের স্ট্যাটাসের ফলে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।

রাজনীতি বিশ্লেষক সাইদুর রহমান মাহফুজের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার স্যোসাল মিডিয়ার ব্যক্তিগত একাউন্ট থেকে পোষ্ট করেছেন যে, "১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছেে! উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এভাবে ভীতি ছড়ানো যৌক্তিক কিনা তা আপনারা ভালো বলতে পারবেন। কেন হঠাৎ করে তাদের এমন মনে হচ্ছে? আপনারাই তো ক্ষমতায়, তেমন কিছু ঘটলে সেটি আপনাদের ব্যর্থতায় হবে। যাই হোক আপনার পোস্টটি আবার ডিলেট কইরেন না যেন!  আশা করছি তেমন কিছুই হবে না। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে অনেকেই নাখোশ। তারা বিভ্রান্তি ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।’’

 

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬