১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ

মাহফুজ আলম
মাহফুজ আলম  © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে’। তবে কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলমের এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। তারা বলছেন, দায়িত্বশীল জায়গায় থেকে এমন স্ট্যাটাস কাম্য নয়। এ ধরনের স্ট্যাটাসের ফলে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।

রাজনীতি বিশ্লেষক সাইদুর রহমান মাহফুজের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার স্যোসাল মিডিয়ার ব্যক্তিগত একাউন্ট থেকে পোষ্ট করেছেন যে, "১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছেে! উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এভাবে ভীতি ছড়ানো যৌক্তিক কিনা তা আপনারা ভালো বলতে পারবেন। কেন হঠাৎ করে তাদের এমন মনে হচ্ছে? আপনারাই তো ক্ষমতায়, তেমন কিছু ঘটলে সেটি আপনাদের ব্যর্থতায় হবে। যাই হোক আপনার পোস্টটি আবার ডিলেট কইরেন না যেন!  আশা করছি তেমন কিছুই হবে না। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে অনেকেই নাখোশ। তারা বিভ্রান্তি ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।’’

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!