জামায়াত আমিরের হৃদযন্ত্রে ৫ ব্লক, আজ ওপেন হার্ট সার্জারি

০২ আগস্ট ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:১৮ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হবে আজ শনিবার (২ আগস্ট)। তার সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলের প্রতি সাক্ষাৎ না করে কেবল দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি। শুক্রবার(১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘সুষ্ঠু চিকিৎসার স্বার্থে, আজ থেকে বাকি সময়টা শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলকে সাক্ষাতের জন্য না এসে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রিয়জনকে সুস্থ রাখুন। আমিন।’

শুক্রবার রাজধানীর মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতা আমিরের হার্টে পাঁচটি ব্লক থাকার তথ্য জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্ত্রে পাঁচটি ব্লক পাওয়া গেছে। তিনি অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। 

তিনি বলেন, চিকিৎসকেরা জন্য ওপেন হার্ট সার্জারি নিরাপদ মনে করছেন। শনিবার সেখানে অস্ত্রোপচার হবে। তার মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে। সাক্ষাতপ্রার্থীদের হাসপাতালে না যেতে অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই আমাদের জন্মগত স্বভাব

এর আগে গত ২৯ জুলাই (মঙ্গলবার) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত ও নিরাপদ সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হার্টের সমস্যা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬