গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ বিএনপি নেতার ছেলের

২৬ জুলাই ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ বিএনপি নেতার ছেলের

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ বিএনপি নেতার ছেলের © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম ভূঁইয়া দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে নিজ বাড়িতে দুধ ঢেলে গোসল করে ফাহিম। এরপর সে ইউনিয়ন ছাত্রলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়।

ফাহিম ভূঁইয়া চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন ভূঁইয়ার ছেলে। সে এ বছর চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

এ বিষয়ে ফাহিমের বাবা নয়ন ভূঁইয়া বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনার পর ছাত্রলীগ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার শুরু হয়। এরপর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা আমাকে জানান, ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে আমার ছেলের নাম আছে। তখনই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়।

এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে দুধ দিয়ে গোসল করাকে কৌতুকের বিষয় হিসেবে দেখছেন। অনেকে বলছেন, ছেলের নাম ছাত্রলীগে থাকলে চার বছর ধরে তা নজরে আসেনি কেন?

এ বিষয়ে ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা নয়ন ভূঁইয়া আরও বলেন, ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি সর্বশেষ ২০২১ সালে গঠিত হয়। তখন আমার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বয়স ছিল ১১ বছর ৮ মাস। সে কীভাবে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হতে পারে? কে বা কারা তার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, তা আমরা জানি না।

তিনি বলেন, দুদিন আগে জানতে পেরে দুধ দিয়ে গোসল করে আমার ছেলে ওই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়। আজ থেকে ছাত্রলীগের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই।

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬
তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage