পাইলট তৌকিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করল ছাত্রদল
- রাজশাহী জেলা প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:২০ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৯:২৪ PM
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত তরুণ পাইলট তৌকির ইসলাম সাগরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর সপুরা গোরস্থানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এতে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জিয়ারত শেষে নিহত তৌকির ইসলাম সাগরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাছির উদ্দীন নাছির বলেন, তৌকির ইসলাম সাগর আমাদের দেশের এক উদীয়মান তরুণ প্রতিভা ছিলেন। তার মতো মেধাবী একজন যুবকের এই করুণ মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, গোটা জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। একজন পাইলট হিসেবে তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার কিন্তু সে স্বপ্নই আজ তাকে নিঃস্ব করে দিয়ে গেলো আমাদের।
দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে নাছির উদ্দীন নাছির বলেন, আমরা দাবি জানাই, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন প্রকৃত কারণ উদ্ঘাটন করা হয় এবং ভবিষ্যতে যেন আর কোনো সম্ভাবনাময় তরুণ প্রাণ অকালে ঝরে না যায় সে বিষয়ে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, সাধারণ সম্পাদক আল-আমীন প্রমুখ।