দিনের আলোতে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে একযোগে শিবিরের কর্মসূচি দেখতে চাই: রাকিব

১৭ জুলাই ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © টিডিসি ফটো

দিনের আলোতে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে একযোগে শিবিরের কর্মসূচি দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব । আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, আজকে দিনে মুনাফিক হিসেবে পরিচিত ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল মিছিল করেছে। শুধু বিশ্ববিদ্যালয়ের লোকবল দিয়ে এত বড় মিছিল করার শক্তি এখন পর্যন্ত তারা অর্জন করেনি। সারা ঢাকা শহর, চট্টগ্রাম থেকে লোক নিয়ে এসে মিছিল করেছে তারা। আমরা দিনে দুপুরে একযোগে সারাদেশে হাজার হাজার কর্মসূচি পালন করি। শিবিরের সে ধরনের একটি কর্মসূচি দেখতে চাই দিনের আলোতে একযোগে।

বুয়েটে তারেক রহমানকে নিয়ে স্লোগানের বিষয়ে তিনি বলেন, বুয়েটের কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মী যাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই। তারা মিটফোর্ডের একটি ঘটনায় বর্তমান সরকারের কোন বিচার দাবি না করে, গাফিলতির কোন বিচার দাবি না করে তাদের পদত্যাগের কিংবা ব্যর্থতার দাবি না করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে। আমরা নম্রভাবে গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে একটু দেখে শিখার অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমরা ছাত্রদলের রানিং নেতাকর্মী বেশিদিন সহ্য করবো না। যদি ধৈর্যের বাধ ভেঙে যায় ছাত্রদল যে ভাষায় দেওয়ার প্রয়োজন সে ভাষায় দিবে।

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬