গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে এবি পার্টির বিক্ষোভ

এবি পার্টির বিক্ষোভ
এবি পার্টির বিক্ষোভ  © টিডিসি ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় 'পুলিশ এবং প্রশাসনের নীরব ভূমিকার' প্রতিবাদে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ফেনী জেলা। আজ বুধবার (১৬ জুলাই) রাতে ফেনীর ট্রাংক রোডের শহীদ মিনারের সামনে এ আয়োজন করা হয়।

এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,' গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,' 'কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,' 'সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়,' 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,' 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে বাংলার ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না। 

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির ফেনী জেলার আহবায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহিন সুলতানি,সহ দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, এবি পার্টির পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রেজওয়ানুল খায়ের, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, হাফেজ কামরুল, সদস্য সাইদুল হক মিলন, এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, নারী নেত্রী জোহরা আক্তার ডলি প্রমুখ।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


সর্বশেষ সংবাদ