‘আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১১:২৫ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রায় হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৬টা ৯ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে উমামা জানান, ‘এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন। তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা প্রত্যাশা করি। জুলাই থেকে জুলাই-এ আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে জুলাইয়ের সকল শক্তিকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশনের প্রয়োজন হতো না। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের। আশা করি এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন।’
তিনি আরও লেখেন, ‘জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না। মানুষ জীবন দিছে এই জুলাইয়ে। এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না। আজকে শহীদ আবু সাইদ, শহীদ ফারুক, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকী। আমাদের 'জুলাই শহীদ দিবস'-এ শহীদ ভাইদের স্মরণ করি।’