হাসপাতালে ঢুকে চিকিৎসককে নাজেহাল, নারী রোগীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বদিউজ্জামান মিন্টু
বদিউজ্জামান মিন্টু  © সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে নাজেহাল ও এক নারী রোগীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রোগী বীথি আক্তার (৩৪) গৌরনদী মডেল থানায় শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, অভিযোগ পেয়েছেন এবং তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শুক্রবার দুপুরে বদিউজ্জামান মিন্টু গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদারের কাছে পায়ে কাটা ক্ষতের চিকিৎসা নিতে একটি ব্যবস্থাপত্র চান। চিকিৎসক তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। তবে এতে অসন্তুষ্ট হয়ে ওঠেন মিন্টু। একপর্যায়ে তিনি ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় চিকিৎসক অসন্তোষ প্রকাশ করে বলেন, “এসব লোক কোথা থেকে আসে!” এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু তাঁর দিকে তেড়ে যান এবং পেছনে সরে যাওয়া চিকিৎসককে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন।

চিকিৎসকের পাশে বসা নারী রোগী বীথি আক্তার পরিস্থিতির প্রতিবাদ জানালে মিন্টু তাঁর গায়ে হাত তোলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদিউজ্জামান মিন্টু সাংবাদিকদের বলেন, “চিকিৎসকের সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছে মাত্র। এর বাইরে কোনো কিছু ঘটেনি। চিকিৎসকের সামনে থাকা এক ডায়াগনস্টিক দালাল মহিলার সঙ্গে কথার লড়াই হয়েছে, সেই বিষয়টিকেই ঘোলা করা হচ্ছে।”

থানা সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করা হতে পারে।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!