গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের সভায় অনলাইনে উপস্থিত আছেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১০:০৫ PM
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (১২ জুলাই) বেলা তিনটা থেকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
জানা গেছে, গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। এরই অংশ হিসেবে ১৬, ১৭ ও ১৮ জুলাই আবু সাঈদ এবং ওয়াসিম আকরামসহ জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশজুড়ে কর্মসূচি পালন করবে সংগঠনটি।
কর্মসূচির মধ্যে রয়েছে- চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ। সমাবেশে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে। এছাড়া সারাদেশে সব জেলা ও মহানগরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)।
পরদিন ১৭ জুলাই সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণ সভা পালন করবে ছাত্রদল। ১৮ জুলাই বাদ আসর জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশে সব উপজেলা ও পৌরসভাতে দোয়া ও মিলাদ মাহফিল।