নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় জামায়াত: হামিদুর রহমান

সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ
সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ  © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে আস্থাশীল পরিবেশ গড়ে তুলতে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি আমরা। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় জামায়াত।’

আজ বুধবার (২৫ জুন) বেলা ১১টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। আর সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের নির্বাচনী প্রক্রায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট এবং অনলাইন পদ্ধতিতে ভোট গ্রহণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই মতামত দিয়েছে।

আরও পড়ুন: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

জামায়াতে এই নেতা আরও বলেন, জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়। তার মতে, নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে সেখানে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না, এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিরপেক্ষ হয় না। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত।

হামিদুর রহমান বলেন, দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার মাধ্যমে আবার ন্যায়বিচার প্রতিষ্ঠার নজির সৃষ্টি হয়েছে। আর তাই আগামী দিনে নির্বাচন করতে কোনো বাধা থাকল না।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। দলের পক্ষে প্রতিনিধিত্ব করেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!