১৬ জনের স্ক্রিনশট ‘ফাঁস’ করে নিলা ইসরাফিলের পোস্ট

নিলা ইসলাফিল
নিলা ইসলাফিল  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তুষার সারোয়ারের সঙ্গে এক কথোপকথনের অংশ সম্প্রতি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে আসেন দলটির আরেক নেত্রী নিলা ইসরাফিল। এ নিয়ে কেউ কেউ তাকে ‘আওয়ামী লীগ এজেন্ট’ বলেও মন্তব্য করছেন। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি নিলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।’

এর পর এক পোস্টে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হচ্ছে।

এসব স্ক্রিনশট প্রকাশ করে নিলা ইসরাফিল লিখেছেন, ‘এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।’


সর্বশেষ সংবাদ