বহিষ্কার ও প্রত্যাহার করেন বিএনপির সদস্যসচিব, জানেন না আহ্বায়ক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

মন চাইলে বহিষ্কার, মন চাইলে প্রত্যাহার—এমন সিদ্ধান্তের দোলাচলে এখন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সামান্য ভুল কিংবা দ্বিমতের কারণে হঠাৎ বহিষ্কার, আবার কিছুদিনের মধ্যেই চুপিসারে প্রত্যাহার—এমন নজির কয়েক মাসের ব্যবধানে তৈরি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। এদিকে দলটির সদস্যসচিব বহিষ্কারাদেশ ও প্রত্যাহার করলেও এসব বিষয়ে কিছুই জানেন না ইশ্বরগঞ্জ বিএনপির আহবায়ক বাবু। 

জানা গেছে, গত ২২ মার্চ ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সারোয়ার জাহান আসাদের দোকানে হামলা চালান একই ইউনিটের নেতা সাইফুল ইসলাম। হামলায় দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আসাদের মা ও ভাই গুরুতর আহত হন। পরদিন ২৩ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাইফুল ইসলামকে বহিষ্কার করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিতও করেন তিনি।

তবে আড়াই মাস পর, ১৪ জুন, হঠাৎ করেই দলীয় প্যাড ব্যবহার করে সাইফুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন আমিরুল ইসলাম মনি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও বিস্ময় ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সারোয়ার জাহান আসাদ বলেন, ‘আমার মা-ভাইকে আহত করল, দোকান ভাঙল, এরপর বহিষ্কার হলো। এখন আবার কী এমন পরিবর্তন হলো, যে আড়াই মাসেই তাকে ফিরিয়ে নিলেন! বলতেও লজ্জা লাগে।’ 

উচাখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপরে থুতু দিলে নিজের গায়েই পড়ে। এটা কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়। আমি বিশ্বাস করি, মনি ভাই এককভাবে এবং স্বার্থসংশ্লিষ্ট কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে অর্থ লেনদেন না থাকার কোনো কারণ দেখি না। আমি এই অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করব।’

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘আমি বহিষ্কার বা প্রত্যাহার—কোনো বিষয়েই কিছু জানি না।’

অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম মনি বলেন, ‘দলের প্রয়োজনেই তাকে বহিষ্কার করা হয়েছিল, আবার দলের প্রয়োজনেই প্রত্যাহার করা হয়েছে।’

তবে, সিদ্ধান্তটি সাংগঠনিক ছিল কিনা এবং দলীয় সিদ্ধান্তের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনাদের এসব জানার দরকার কী!’


সর্বশেষ সংবাদ