নেত্রকোনায় জামায়াতের নায়েবে আমিরের ওপর হামলা

১০ জুন ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৫:১১ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা শিবিরের সাবেক সভাপতি মো. ইউসুফের (৩৭) ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ জুন) উপজেলার তেলিগাতী বাজারে নিজ ব্যবসায় প্রতিষ্ঠান ‘তাসফিয়া ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সে’ ঢুকে সারোয়ার, মনোয়ার ও জাকিরুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে জামায়াত নেতার একটি হাত ভেঙে যায় ও মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় তার সাথে থাকা ভাতিজা আয়াতুল্লাহ (২৫) গুরুতর আহত হন। 

অভিযুক্তরা হলেন, আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২), খোকন মিয়ার ছেলে মো. আব্দুর রাকিব (৩০), আব্দুল মোতালিব ওরফে সেনচু মিয়ার ছেলে মো. সারোয়ার মেম্বার (৪০), মৃত হেলিমের ছেলে মো. জাকিরুল (৩০), মো. রেহান মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২), মো. আবুল বাসারের ছেলে মো. ইনজামাম (২০), আব্দুল হান্নানের ছেলে নাদির মিয়া (২৮), মো. রফিক তালুকদারের ছেলে মো. ইমন তালুকদার (৩৫), হান্নান তালুকদারের ছেলে দিদার তালুকদার (৩০)। অভিযুক্তরা আটপাড়া উপজেলার টেংগা গ্রামের বাসিন্দা বলে জানানো হয়।

এদিকে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘ব্যবসায়িক দ্বন্ধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা নামল ৯ ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
পায়ের গোড়ালি ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি
  • ০২ জানুয়ারি ২০২৬
যুবদল কর্মীর কাছে চাঁদা চাইলেন বিএনপির কর্মী, খেলেন পিটুনি
  • ০২ জানুয়ারি ২০২৬
অশ্রুসিক্ত চোখে অবসরের ঘোষণা উসমান খাজার
  • ০২ জানুয়ারি ২০২৬
সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর সন্তান প্রসব: নিয়ম লঙ্ঘনের অভিযোগ
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের ভিড়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!