ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে: জামায়াত আমির

০৭ জুন ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
জামায়াত আমির

জামায়াত আমির © টিডিসি ছবি

জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে বলে মনে করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  ভাটেরা ইউনিয়নে শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ শেষে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুক্ত পরিবেশে আমীরে জামায়াত নামাজ আদায় করে গ্রামের সর্বস্তরের  মানুষের সাথে কুশল বিনিময় করেন।

তিনি আরও বলেন, পরপর তিনবার মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা সাইদুল ইসলাম ছাত্রশিবির জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি  মাওলানা আব্দুল করিম  ও  ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ  প্রমুখ।ঈদের নামাজের পূর্বে আমীরে জামায়াত  মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে  হজরত ইব্রাহীম আ: এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!