সন্ত্রাসের পথ বেছে নিলে প্রতিরোধ গড়ে তোলা হবে— ছাত্রদলের উদ্দেশে সাদিক কায়েম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৬:২৮ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তাদের সতর্ক করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা চালিয়েছে ছাত্রদল, যেখানে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হচ্ছিল।
শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের উপর হামলা করেছে ছাত্রদল। অপরাধ— ছাত্রশিবির শিক্ষার্থীদের সহযোগিতা করতে ‘হেল্প ডেস্ক’ বসিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাংচুর করে। হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্রশিবির নেতাকর্মীদের উপর।
তিনি জানান, একইভাবে রংপুর পুলিশ লাইনসে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির ফ্রি হেল্প ডেস্ক স্থাপন করে। নারকীয় কায়দায় সেখানে হামলা করে চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষ।
ঢাবি শিবিরের সাবেক সভাপতি বলেন, ‘ছাত্রশিবিরের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এমনকি ছাত্রকল্যাণমূলক কাজেও তারা হামলার শিকার। যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল।’
সাদিক কায়েম লেখেন, ‘ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে ক্যাম্পাসে মারামারি আর খু'নো'খু'নির রাজনীতি ফিরে আসছে। ছাত্ররাজনীতির নামে স'ন্ত্রা'স রুখে দেওয়া না গেলে স'ন্ত্রা'সীদের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন তো বটেই, আগামীতে কেউ এই স'ন্ত্রা'স থেকে রেহাই পাবেনা।’
ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সতর্ক করছি, স'ন্ত্রা'সের পথ বেছে নিলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। এই ছাত্র-জনতা জুলাইয়ের যোদ্ধা— কোনো নিপীড়ন ও স'ন্ত্রা'সের মুখে তারা মাথানত তো করবেই না, বরঞ্চ এসব স'ন্ত্রা'সীদের পদানত করে ছাড়বে, ইন শা আল্লাহ।’