সাম্যকে গুলি করে হত্যা করা হয়েছে: ভারতীয় গণমাধ্যমকে রুমিন ফারহানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্যকে বহিরাগত ঘাতকরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। এরইমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন সাম্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
সম্প্রতি ভারতীয় এক টেলিভিশনে টকশো চলাকালে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ দাবি জানান। সেই অনুষ্ঠানের উপস্থাপক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি দুটি ছিনতাই ও সাম্য হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
টকশোতে রুমিন ফারহানা বলেন, আমি আপনাকে দুইটা ঘটনা বলি। ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গতকাল বা পরশু দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই করা হয়েছে যা সিসিটিভি ফুটেজে আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের ব্যাপারে রুমিন ফারহানা বলেন, সাম্যকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়েছে।
তিনি আরও বলেন, আজকে আমরা দেখলাম, একজন ব্যবসায়ীকে গুলি করে বাইশ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এই তিনটা অল্প দুই-একদিনের ঘটনা। তিনটাই ঢাকা শহরে ভিতরে ঘটেছে। আমি ঢাকার বাহিরের ঘটনা বাদই দিলাম। এগুলো অতি আলোচিত বলে আপনার চ্যানেলে বলছি। এর বাইরে তো প্রতিদিনই এরকম ঘটনা ঘটছেই।
এদিকে রুমিন ফারহানার ভারতীয় মিডিয়ায় এমন বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। শাহজাহান শুভ নামে একজন ফেসবুকে টকশো'র ভিডিওটি শেয়ার করে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, রুমিন ফারহানার হাসিটা দেখেন! মনে হচ্ছে বেশ লজ্জা পাচ্ছে! পাওয়ারই কথা, তাই না? এতো স্মার্ট একজন ভারতীয় এ্যাংকর একটা জিনিস জানতে চেয়েছেন! তাকে তো নিরাশ করা ঠিক না! কি বলেন? সো, আবেগে ভুল-ভাল সব বলে দিয়েছে। কার বাপের কি? এই দেশটা চলে হাওয়ায়। সবাই খালি প্লটের কথা বলে রুমিন ফারহানার আসল প্রয়োজনটা এড়িয়ে যাচ্ছেন! প্লটতো একটা মামুলি বিষয়! তো প্রেজেন্টারকে খুশি করতে গিয়ে তিনি তালগোল পাকিয়ে ফেললেন, ভুল-ভাল সব তথ্য ছেড়ে দিলেন। বললেন, ছাত্রদলের সাম্যকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়েছে, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই করা হয়েছে। দুটি বর্ণনায়ই তথ্যগত ভুল রয়েছে। তবে সাক্ষাৎকারের শেষে ওনাকে খুব হালকা মনে হয়েছে। অন্তত মন খুলে একজন ভিনদেশীকে কথাগুলো বলতে পেরেছেন। আপনি পাশ করেছেন রুমিন ফারহানা!
রুকুনুজ্জামান পিয়াস নামে একজন লেখেন, ভারতীয় চ্যানেলে রুমিন ফারহানা যেসব কথা বলেছেন, ভারত এবং ফ্যাসিনা অনুসারীরা তা অনেক আগে থেকেই বলছে।