পুলিশ ব্যারিকেডের ওপর সাদেক হোসেন খোকা ও ইশরাক হোসেন © সংগৃহীত
পুলিশ ব্যারিকেডের ওপর অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার দাঁড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে চলমান মেয়র ঘোষণার দাবির আন্দোলনে পুলিশ ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাপ-বেটার ছবি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা, নেটিজনরা করছেন নানা মন্তব্য।
সাদেক হোসেন খোকা ও ইশরাক হোসেনের ছবি ফেসবুকে শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন আব্দুল আজিজ। ক্যাপশনে তিনি লেখেন, ‘ইতিহাস মুছে ফেলার জন্য নয়। যেমন একসময় ঢাকা শহরের নেতৃত্বে ছিলেন মহানুভব নগরপিতা সাদেক হোসেন খোকা, তেমনই আজকের প্রজন্মে আশার প্রতীক হয়ে উঠে এসেছেন ইশরাক হোসেন ভাই। সাদেক হোসেন খোকা ছিলেন একজন জনদরদী, সৎ ও সংগ্রামী মানুষ—যিনি ঢাকাবাসীর মনের গভীরে জায়গা করে নিয়েছিলেন তার সেবামূলক কাজ আর সহজ-সরল ব্যবহারে।
তিনি আরও লেখেন, ‘আজ তার সুযোগ্য উত্তরসূরি ইশরাক ভাই সেই আদর্শ, সেই মানবিক চেতনা আর দায়িত্বশীলতা বুকে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, নিরন্তর। আমরা চাই ইতিহাসের ধারাবাহিকতায় ঢাকার মানুষ আবার একজন যোগ্য নগরপিতার হাতে সেবা পাক—যে ইতিহাসের উত্তরাধিকার বয়ে নিয়ে আসবে পরিবর্তনের বার্তা।’
আরও পড়ুন: দুই ছাত্র উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি
সাদেক হোসেন খোকা ও ইশরাকের ছবি শেয়ার করেছেন সাংবাদিক রাকিব হাসান। তিনি লেখেন, ‘পুত্রের মধ্যেই বাবার প্রতিচ্ছবি। একেই বলে বাবার রক্ত।’
এদিকে তাদের শেয়ার করা কমেন্টে ইশরাকের নেটিজনদের কেউ কেউ প্রশংসা করছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে রাজধানীর কাকরাইল মোড়ের আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।
এ সময় ইশরাক হোসেন বলেন, ‘গতকাল (বুধবার) বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সেই দাবিতে আমরা অনড় থাকবো। আমরা সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামবো।’