এবার বগুড়ায় ছাত্রদল-স্বেচ্ছাসেবক-যুবদলের তারুণ্যের সমাবেশ

তারুণ্যের সমাবেশ
তারুণ্যের সমাবেশ  © ফাইল ফটো

এবার রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন— যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগামী শনিবার (২৪ মে) বিকেল ৩টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল ঈদগাহ্ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আজ বুধবার (২১ মে) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের রাজনৈতিক ভাবনা তুলে ধরতে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে বাস্তবায়ন করতে ব্যস্ত সময় পার করছেন ওই অঞ্চলের নেতাকর্মীরা। 

আরও পড়ুন: বিএনপির ৩১ দফা জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র: নাসীরুদ্দীন পাটোয়ারী

সমাবেশে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে দেশের নানা শ্রেণি-পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এ ছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হবেন। 

এর আগে গত ১৭ মে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনায় এবং ১০ মে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ে চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ