মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান © সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন হাজারো সমর্থক। বুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন তারা। এ ঘটনায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, নগর ভবনের সামনেও ইশরাকের পক্ষে বিক্ষোভ হচ্ছে। সেখানকার কর্মসূচিতে অংশ নিয়েছেন সিটি করপোরেশনের কর্মচারীরা। এতে নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
এ দিকে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে। গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।