সামাজিক মাধ্যমে হাস্যরস, হাসনাত আবদুল্লাহ’র উদ্দেশ্যে কী বলেছেন বিএনপি নেতা দুদু?

২০ মে ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৪:৩৮ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে‘ প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে‘ প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুুদু © সংগৃহীত

‘বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির লোকেরা যদি প্রশ্রাব করে একমাত্র প্রস্রাবের তোড়ে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে পড়বা। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো, সে অভিযোগের জবাবে যদি বিএনপি যদি থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবেনা।

আজ মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে‘ প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্যের পর এনসিপি নেতাদের ফেসবুকে নানা ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেন, ‘এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!' পরে আরেক পোস্টে সারজিস লিখেছে, ‘ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি?'

সভায় বক্তব্য প্রদানকালে হাসনাতকে উদ্দেশ্য করে দুদু বলেন, আরেকটা আবালই বলবো, সে এতই ছোট যে, এগুলো আবালের মত কথা বলছে। সে বলে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। আরে বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তখন তোমার বাপেরও জন্ম হয়নি, তোমার তো জন্ম হয়ই নাই। বিএনপির কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশে, যখন কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নে কাজ করেছে তখন কই ছিলা? কথা বলার আগে একটু চিন্তা করবা।

আরও পড়ুন: হান্নান মাসুদের জিম্মায় থানা থেকে ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ৩ নেতাকর্মী

তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে ভালো কিছু করবা। আবালের মত কথা বললে তোমাদের প্রতি মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে তা একটু ভেবে-চিন্তে দেখো। বিএনপি এমন একটা দল যার নেতৃত্ব দিয়েছেন আপোষহীন নেত্রী । তুমি আবার বলো বিএনপি আওয়ামী লীগের টাকা খেয়ে রাজনীতি করে। বিএনপির লোকেরা যদি প্রশ্রাব করে একমাত্র প্রস্রাবের তোড়ে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে পড়বা। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে, সেটার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো, সে অভিযোগের জবাবে যদি বিএনপি যদি থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবেনা।  

প্রসঙ্গত, গত ১৬ মে বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই সম্মেলন করা হয়। ওই সম্মেলনে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।’

৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9