চঞ্চল চৌধুরীকে পুরস্কার তুলে দেওয়ার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

ইশরাক হোসেন
ইশরাক হোসেন  © সংগৃহীত

সম্প্রতি বিআইএফএ অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। শেখ হাসিনা সরকার পতনের পর মাঝে দীর্ঘ সময় কিছুটা আড়ালে থাকার চেষ্টা করলেও পুরস্কার নিতে অনুষ্ঠানে দেখা গেছে তাকে। তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলাসহ একাধিক মামলা। অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেওয়ার ছবি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এই তরুণ নেতা।

আরও পড়ুন: বর্ধিত উৎসব ভাতা নিয়ে হঠাৎ জটিলতা, ঈদের আগে প্রজ্ঞাপন কি হবে?

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের ব্যাখ্যা উপস্থাপন করেন ইশরাক হোসেন। পাশাপাশি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

তিনি লিখেছেন ‘শুক্রবার (১৬ মে) একটি স্বনামধন্য প্রথমসারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্যে যোগ দিই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।’

আরও পড়ুন: সাম্য হত্যার তদন্ত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, দাবি শিক্ষার্থীদের 

তিনি আরও লিখেছেন,  ‘২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি।’


সর্বশেষ সংবাদ