শুক্রবার নারীর ডাকে মৈত্রীযাত্রা, অংশ নেবে ৪৯ সংগঠনের নেতা-কর্মী

১৫ মে ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM
‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন

‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন © সংগৃহীত

বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রগতিশীল নারী সংগঠনের সমূহের ডাকে ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালিত হবে। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে (সংসদ ভবনের সামনে) এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ৪৯টি প্রগতিশীল নারী-শ্রমিক-সাংস্কৃতিক-শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। সেখানে বলা হয়, যখন গণ–অভ্যুত্থানের অংশীদারত্ব থেকে নারীকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, তখন এই ঘটনা বাংলাদেশের জুলাই–পরবর্তী নারী আন্দোলনের একটি মাইলফলক ঘটনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বা পরে গণতন্ত্র প্রতিষ্ঠার যেকোনো আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু পরিতাপের বিষয় আন্দোলন শেষে নারীর প্রকৃত মূল্যায়ন করা হয়নি।

আরও পড়ুন: দুঃখপ্রকাশ করলেন মাহফুজ আলম

বলা হয়, ইতিহাস রচনার সময় নারীর ভূমিকা উপেক্ষিতই রয়ে গেছে। নারীমুক্তি কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক বিষয় না। বরং সমগ্র রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা থেকে মুক্তির সঙ্গে এই নারীমুক্তির প্রশ্নটি জড়িত। সেই মুক্তির যাত্রায় নারী কিছু হিস্যা বুঝে নেবেন।

সাংবাদ সম্মেলনে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সমান হিস্যা, সমশ্রমে সমমজুরি, পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থলে যৌন হয়রানি নিরসনে ভূমিকা, কৃষি ও মৎস্য কাজে নারীর স্বীকৃতি, বিচারিক প্রক্রিয়ায় নারীর ন্যায্য বিচার পাওয়া নিশ্চিত করা, পাহাড়ে জাতিগত নিপীড়ন বন্ধ, নাগরিক সুরক্ষা নিশ্চিত, যৌনকর্মীদের সামাজিক নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত, একই সঙ্গে যৌন পেশার অবসান ঘটানো, ধর্ষণ বন্ধ করা, বাল্যবিবাহ ও যৌতুক প্রথার অবসানের মতো বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সীমা দত্ত বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীর ভূমিকা ছিল অগ্রগামী। কিন্তু রাষ্ট্র ও সমাজে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বেড়েই চলেছে। অথচ এর বিরুদ্ধে সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই। আমাদের ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ কর্মসূচি সেই প্রতিবাদের একটি সম্মিলিত রূপ। যেখানে শ্রেণি, পেশা, লিঙ্গ পরিচয়, রাজনৈতিক অবস্থান পেরিয়ে নারীরা ঐক্যবদ্ধ হচ্ছেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে নারীর বিরুদ্ধে সহিংসতার ধারাবাহিকতা চলমান উল্লেখ করে সীমা দত্ত বলেন, ফুটবল খেলার মতো সাধারণ কাজেও নারীরা মব হুমকির মুখে পড়ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলে হামলা হয়েছে। নারী সাংবাদিকদের হয়রানি করা হয়েছে। শাহবাগে হেনস্তার শিকার এক নারী শিক্ষার্থীকে মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামেও নারীদের ওপর নিপীড়ন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি বান্দরবানে বম ও খিয়াং জাতিসত্তার নারীদের ওপর নিপীড়নের ঘটনা উঠে এসেছে। চিংমা খিয়াং নামের এক পাহাড়ি গৃহবধূকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। তবে এখনো অপরাধী ধরা পড়েনি। লালমাটিয়ায় দুই নারীর ধূমপানের ঘটনায় অভিযুক্ত চিহ্নিত হলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

এ সময় নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের বিরুদ্ধে হেফাজতে ইসলামসহ ধর্মীয় গোষ্ঠীর বিদ্বেষমূলক বক্তব্যেরও কঠোর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করানো এই দেশের শাসকশ্রেণির এক চিরায়ত ষড়যন্ত্র। নারীকে রাজনীতিতে ইস্যু বানানো হয়। দিনে দিনে নারীর প্রতি সহিংসতা গভীর রূপ নিয়েছে। অপর পক্ষে রাষ্ট্র নীরব।

অর্থনৈতিক কাঠামোতেও নারীর নিপীড়িত হওয়ার ঘটনা কম নয় বলে উল্লেখ করেন সীমা দত্ত। তিনি বলেন, পোশাকশ্রমিক, যৌনকর্মী, পাহাড়ি নারী, কিংবা কলেজশিক্ষিকা—সব শ্রেণির নারীই রাষ্ট্রীয় কাঠামো ও পুঁজিবাদী ব্যবস্থার মাধ্যমে বঞ্চনার শিকার। গাজীপুরের টিএনজেড গ্রুপের শত শত নারী শ্রমিক এখনো তাঁদের মজুরি পাননি। যৌনকর্মীদের ওপর একাধিক হামলা হলেও রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে নারী মুক্তি কেন্দ্রের সভাপতি আগামীকালের অনুষ্ঠানে সবাইকে যাঁর যাঁর জায়গা থেকে উপস্থিত হওয়ার আহ্বান জানান। আজকের সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সহসভাপতি জলি তালুকদার, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মারজিয়া প্রভা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক অর্ণি আনজুমসহ ৪৯টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় টেনেটুনে একশ ছাড়ানো পুঁজি রংপুরের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9