আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আরেক জাগরণ, বাড়ছে জনস্রোত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান   © টিডিসি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় পরিণত হয়েছে জনতার স্রোতের কেন্দ্রে। হাজারো মানুষ ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘গণতন্ত্র মুক্ত করো’, ‘খুনি হাসিনার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে আজ শনিবার (১০ মে) বেলা তিনটায় গণজমায়েতের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকেই শাহবাগে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। গণজমায়েত উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। সময়ের সঙ্গে জনস্রোতে পরিণত হচ্ছে শাহবাগ এলাকা।

এ সময় ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’; ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘দরি লাগলে দরি নে, হাসিনারে ফাঁসি দে’; ‘হই হই রই রই, খুনি লীগ গেলি কই’; ‘বিচার নিয়ে গড়িমসি, বন্ধ কর করকে হবে’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ ছাড়া অবস্থানকারীরা পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শনীর মাধ্যমেও তাদের প্রতিবাদ জানান।

আরও পড়ুন: ঢাকা আলিয়ায় ৩০ বছর ধরে ৪৪ পদে নেই শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

সরেজমিনে দেখা যায়, তীব্র রোদ ও গরমেও আন্দোলনকারীদের অনেকে ছাতা কিংবা ভেজা কাপড় মাথায় দিয়ে অবস্থান করছেন। সাবিহা মমি নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এই দাবিতে আমরা প্রাণ দিতেও প্রস্তুত, কারণ এটা দেশের ভবিষ্যতের প্রশ্ন।’

আন্দোলনে অংশ নিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাহাজাহানের স্ত্রী ফাতেহা, যিনি ৫ মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে শাহবাগে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তার বাবাকে হারিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে, অন্তত আমার সন্তানকে সান্ত্বনা দিতে পারব।’

আন্দোলনকারীদের দাবি, গণতন্ত্র ধ্বংস, নির্বাচনী কারচুপি, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা বলেন, যে দল বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সে দল এই দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে।

আন্দোলনকারীরা জানিয়ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আরও পড়ুন: গাজা সংহতিতে শিক্ষার্থীদের বাধা দেওয়া বিএমইউ শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি

শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচির কারণে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন। যানচলাচলে বিঘ্ন ঘটায় শাহবাগ, বাংলামোটর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

এনসিপি, ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জুলাই ঐক্যসহ আরও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।


সর্বশেষ সংবাদ