ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান  © সংগৃহীত

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপক রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দেশের  জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য এ দলের মূল ভিত্তি। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে দলটির  আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সময়  সংবাদ সম্মেলনে দলটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। 

ঘোষণাপত্র পাঠের শুরুতে মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই প্রেক্ষাপটে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের অবসান ঘটাতে চায় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলটি জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে আগ্রহী।

তিনি আরও বলেন, দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করার মতো সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম তার স্বাগত বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতার অভাবে দেশে আবারও স্বৈরাচারী সরকার গঠিত হতে পারে। অতীতে জনগণ আওয়ামী স্বৈরাচারকে বিতাড়িত করেছে এবং ভবিষ্যতেও কেউ স্বৈরাচারী হতে পারবে না।

অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence