প্রধান উপদেষ্টাকে দুদু—পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের দায়িত্ব নিন

শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু  © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, ‘ড. ইউনূস ছাত্রদের দিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। অনেকে এর বিরোধিতা করেছে। কিন্তু আমি করিনি। ড. ইউনূস সত্যের স্বপক্ষে থাকেন, সাহস দেখান। আপনার (প্রধান উপদেষ্টা) যেহেতু এতই বিবেক আছে, এতই যখন সত্য জানেন, তখন ছেলেদের মাঠে ঠেলে না দিয়ে, নিজে পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নেন। জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।’ 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘রাজনীতি করার জন্য তো আপনি একটি মামলাও খান নি। বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। আমি দাবি করে বলতে পারি, বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না। বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলব, হাসিনার দিকে তাকান। বিএনপি সবসময় জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence