শতাধিক গাড়ি নিয়ে সারজিসের শোডাউন, অর্থের ব্যাখ্যা চাইলেন তাসনিম জারা

ডা. তাসনিম জারা ও সারজিস আলম
ডা. তাসনিম জারা ও সারজিস আলম  © সংগৃহীত

সম্প্রতি শতাধিক গাড়ির শোডাউন নিয়ে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজ জেলা সফরের সময় বিশাল বহরের এই গাড়ি বহর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন একই দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক খোলা চিঠি প্রকাশ করেন তাসনিম জারা। 

সেখানে তিনি বলেন, “আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।”

তাসনিম জারা তার পোস্টে সরাসরি সারজিস আহমেদের সাম্প্রতিক মন্তব্যের কথাও উল্লেখ করেন। কয়েকদিন আগেই সারজিস বলেছিলেন, “আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।”

এই বক্তব্যের পর এত বড় আকারের শোডাউন কীভাবে সম্ভব হলো, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বলে জানান জারা। তিনি বলেন, “তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিলো এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো — এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক।”

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।”

তাসনিম জারা সারজিস আহমেদের কাছে এই ব্যাপারে সুস্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence