নিপীড়িত নারী-শিশুর জন্য আইনি ও স্বাস্থ্য সহায়তায় সেল গঠন বিএনপির

 রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী  © সংগৃহীত

বিএনপির উদ্যোগে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য সেল গঠন করা হয়েছে। ৮৪টি সাংগঠনিক জেলার আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য একটি সেল গঠন করা হয়েছে। এই সেলের নাম দেয়া হয়েছে ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। এটির কেন্দ্রীয় সমন্বয়ক করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামাল ও ডা. রফিকুল ইসলামকে।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর দুঃশাসনে আমাদের অতিপরিচিত শান্তি ও সুস্থময় পরিপাশ্বর্কে বিকৃত করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচা, গলিত, দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনামলে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন  বিস্তার লাভ করেছিল।’ 

তিনি আরও বলেন, ‘সেই রেশ ধরেই চলছে এখনো নারী-শিশু নির্যাতন। যেন তারা সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে রয়েছে।  নির্যাতিত আছিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনোমতেই দেশবাসী মেনে নিতে পারছে না। তার মৃত্যু সারা জাতিকে বিমূঢ় বেদনায় বেদনার্ত করেছে।’ 

প্রশাসনের গাফিলতিতে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল, তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে। কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence