মাগুরার সেই শিশুর মৃত্যুতে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

নাছির উদ্দীন নাছির
নাছির উদ্দীন নাছির  © ফাইল ফটো

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার সেই শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। তার মৃত্যুর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।  

নাছির উদ্দীন নাছির লেখেন, ‘মাগুরার কতিপয় নৃশংস নরপিশাচের লালসার শিকার হয়ে নিগৃহীত হয়েছে আমাদের বোন। এতদিন চিকিৎসাধীন অবস্থায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে ইন্তেকাল করেছে সে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ 

তিনি আরও লেখেন, ‘নারী ও শিশুদের  সুরক্ষা নিশ্চিত করতে আমরা ব্যর্থ হচ্ছি। নারী ও শিশুদের অরক্ষিত রেখে কোনো উন্নয়ন বা সংস্কার অর্থবহ হবে না। এ ধর্ষণ ও খুনের ঘটনা আমাদের সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। আমাদের সবাইকে কাঁদিয়েছে।’ 

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক লেখেন, ‘অতিদ্রুত  ধর্ষক ও খুনিচক্রের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।  আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।  মহান আল্লাহ তার পরিবারের সহায় হউন (আমিন)।’ 


সর্বশেষ সংবাদ