পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা বহিষ্কার

১২ মার্চ ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় আমি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় আমি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি © সংগৃহীত

মারধরের ঘটনায় চাঁদপুর জেলা শাখার অধীনস্থ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কারীকে থানায় নিয়ে যেতে চাইলে বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ সদস্যদের সঙ্গে। এসময় পুলিশ সদস্যরা ওই নেতাকে গাড়িতে করে থানায় নিয়ে যেতে চাইলে তিনি অস্বীকৃতি জানায় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি থানায় গিয়ে কথা বলবো। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’। আজ বুধবার (১২ মার্চ) সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ওই নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা শাখার অধীনস্থ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কারীকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এদিকে ভাইরাল হওয়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওই এলাকার একটি দোকানের সামনে মারামারির পর ঘটনাস্থলে আসেন স্থানীয় থানা পুলিশের একটি দল। এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কারীর থানায় নিয়ে যেতে চান তারা। এক পর্যায়ে উপস্থিত পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ফোনে কথা বলেন। এসময় তাকে ফোনে বলতে শোনা যায়, ‘এ ঘটনায় যে মারধর করছে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাকে আমি অনুরোধ করে বলেছি, আমাদের সঙ্গে থানায় যেতে। কিন্তু সে কথা শোনেনি।’

এসময় ওই নেতা মোবাইলে ওসির সঙ্গে কথা বলতে চাইলে তিনি দেননি। পরে এসআই ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে গাড়ি উঠতে বললে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমি থানায় গিয়ে কথা বলবো, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’।

সড়ক দুর্ঘটনায় ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবী নিহত
  • ১৩ জানুয়ারি ২০২৬
যে কৌশলে সহজেই স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান
  • ১৩ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য প্রদানের সময় বা…
  • ১৩ জানুয়ারি ২০২৬
কোটিপতি তাহেরীর আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ
  • ১৩ জানুয়ারি ২০২৬
৬ সংকটে দেশের রেস্তোরাঁ খাত, সমাধান না হলে রাস্তায় নামার হু…
  • ১৩ জানুয়ারি ২০২৬
তারকাদের বাদ দিয়ে বিশ্বকাপের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করল ও…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9