জামিন নিতে গিয়ে কারাগারে দুই আওয়ামী লীগ নেতা

আওয়ামী লীগ নেতা রমজান আলী খাঁন ও মোস্তফা মুন্সী
আওয়ামী লীগ নেতা রমজান আলী খাঁন ও মোস্তফা মুন্সী  © সংগৃহীত

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন নিতে এসে কারাগারে পাঠানো হয়েছে দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুন লিলিফা আকতার তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খাঁন (৫৯) এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী (৬০)।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, তারা উভয়েই শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেও মেয়াদ শেষ হওয়ায় তারা রোববার রাজবাড়ী আদালতে জামিনের জন্য আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!