জমেছে সাবেক ছাত্রনেতা আলিমের নির্বাচনী প্রচারণা

২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩ PM
নির্বাচনী প্রচারণায় সাবেক ছাত্রদল নেতা আমিরুল ইসলাম খান আলিম

নির্বাচনী প্রচারণায় সাবেক ছাত্রদল নেতা আমিরুল ইসলাম খান আলিম © টিডিসি ফটো

জমে উঠেছে সিরাজগঞ্জ-৫ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা। হামলা-মামলা ও আটকের মধ্যেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। পিছিয়ে নেই আওয়ামী লীগ প্রার্থী মোমিন মণ্ডলও। তিনিও প্রচারণায় পার করছেন ব্যস্ত সময়। বেলকুচি-চৌহালি-এনায়েতপুর থানা নিয়ে সিরাজগঞ্জ-৫ আসন।

খোঁজে পাওয়া তথ্যমতে, দলীয় প্রতীক পাওয়ার পর থেকেই পথসভা ও গণসংযোগসহ ভোটারদের কাছে যাচ্ছিলেন বিএনপি প্রার্থী আলিম। তবে সম্প্রতি দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২০জনের বিরুদ্ধে মামলা হওয়ায় আতঙ্কে রয়েছেন এই এলাকার নেতা-কর্মীরা। কর্মীদের দাবি, মামলা-হামলা ও আটকের কারণে সার্বিক নিরাপত্তা নিয়ে মাঠে কাজ করতে পারছেন না তারা।

নির্বাচনে প্রচারণার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব বলেন, নির্বাচনকে ঘিরে অন্য এলাকায় যেসব পরিস্থিতি চলছে; তার চেয়ে কিছুটা শান্ত এই এলাকা। যদিও লেভেল প্লেয়িং-ফিল্ড বলতে কিছুই নেই। সম্প্রতি হামলা-মামলা নিয়ে বিএনপি প্রার্থীসহ সবাইকে দমিয়ে রাখার নতুন ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।

আমিরুল ইসলাম খান আলিম বলেন, ইসি এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ। আমার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে ডিবি পুলিশ। বিভিন্ন বাড়িতে গিয়ে নেতাকর্মীদের হুমকি ধমকি প্রদর্শন করছে। তিনি বলেন, যতই হুমকি ধমকি দেওয়া হউক না কেন, শেষ দেখা পর্যন্ত নির্বাচনে মাঠে থাকবো।

জানা যায়, সর্বশেষ বেলকুচির এই আসনটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে স্থানীয় প্রশাসনিক নজরদারি।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচনকে ঘিরে কোন প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে; সে বিষয়ে সর্বদা তৎপর আছে থানা পুলিশ। ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। তাছাড়া র‍্যাব, সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্সসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬