ধানের শীষে মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি 

২৮ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM
এ এস এম শহীদুল্লাহ ইমরান

এ এস এম শহীদুল্লাহ ইমরান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির হয়ে মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি  এ এস এম শহীদুল্লাহ ইমরান। মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পক্ষ থেকে আবু তাহের তালুকদার এবং রাবেয়া আলীর সাথে এ ছাত্রনেতাকে মনোনয়নের চিঠি পাঠানো হয়।  

জাতীয়তাবাদী রাজনীতির দর্শনে বিশ্বাসী পরিবারে জন্ম তাঁর। শিক্ষকতা পেশা থেকে অবসর নেওয়া বাবা মো. মোবারক ইসলাম তালুকদার বর্তমানে নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি। শহীদুল্লাহ ইমরানের মা রোকেয়া বেগমও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে নেত্রকোনা জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক।

তাদের একমাত্র সন্তান শহীদুল্লাহ ইমরান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হওয়ার পরই রাজনীতিতে সরাসরি যুক্ত হন। প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালীন হল কমিটির সদস্য নির্বাচত হন। পরবর্তীতে ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও এর আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। ধানের শীষের মনোনয়নপাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা। ছাত্রদল নেতাদের মধ্যে আরো মনোনয়ন পেয়েছেন- বর্তমান সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ এবং সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। 

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬