বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল সহসভাপতি

২৭ নভেম্বর ২০১৮, ০৫:৫০ PM
মামুনুর রশিদ

মামুনুর রশিদ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদ।  নোয়াখালী-১ (চাটখীল-সোনাইমুড়ীর একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন তিনি। সোমবার বিএনপির মহাসচিবের পক্ষ থেকে তাকে মনোনয়নের চিঠি পাঠানো হয়।  

জ্যেষ্ঠ সহসভাপতির পাশাপাশি মামুনুর রশিদ বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রদলের আগের কমিটিতে যুগ্ম সম্পাদক ছিলেন। তার আগের কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে। এছাড়াও ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সহসভাপতি। ধানের শীষের মনোনয়ন পাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

নোয়াখালী-১ আসনে মামুনুর রশিদের সাথে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি এএইচএম ইব্রাহিম। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপি তাদের প্রতিটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই আসনে বিএনপি থেকে আরো মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন খোকন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব।প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা। ছাত্রদলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মামুনুর রশিদের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন বর্তমান সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। 

 

স্কুলছাত্রকে হত্যা, ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬